পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা সরকারি কলেজ ও ইউনিভার্স্যাল এডাস স্কুলের বাণী অর্চনার মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে সরকারি কলেজ আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, অধ্যাপক নাথ বিষ্ণুপদ মন্ডল, আব্দুর রাজ্জাক বুলি, প্রভাষক তরুণ জ্যোতি মন্ডল, ময়নুল ইসলাম, উজ্জ্বল বিশ্বাস, রঞ্জিতা মল্লিক, সুষমা রায়, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, মলয় কুমার মন্ডল, নয়ন বিশ্বাস, সুজয়, ইয়াসমিন।
অনুরূপভাবে প্রধান শিক্ষক প্রদীপ সরকারের সভাপতিত্বে ইউনিভার্স্যাল এডাস স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, প্রভাষক শফিকুল ইসলাম, দীপংকর মন্ডল, শাহরাবুল ইসলাম প্রিন্স, শিক্ষক অতিষ কান্তি সরকার, খানজাহান আলী, ববিতা রানী সরকার, অভিভাবক সমর দাশ, হৈমন্তী মন্ডল, রানু দাশ, লক্ষ্মী রানী সরকার ও পুরোহিত বিপুল চক্রবর্তী।
(13)