বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক নাসিমা বেগমের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ আহসানারা বিনতে ময়না, বিসিএস কর্মকর্তা (প্রশাসন) মনজুর হোসেন, কৃষিবিদ রোকনুজ্জামান, হাসান সাজ্জাদ (বিসিএস মৎস্য), প্রকৌশলী আব্দুল আলীম গাজী, মেহেদী মাসুদ ফয়সাল (বিসিএস বার), প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, একাডেমীক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, সাংবাদিক আব্দুল আজিজ, এসআই আবু সাঈদ, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, এ্যাডঃ মোজাফ্ফার হাসান।
বক্তব্য রাখেন, শিক্ষক পঞ্চানন সরকার, আব্দুল ওহাব, প্রণব কুমার বিশ্বাস, ফজলুল আজম, মৃনাল কান্তি রায়, রোকনুজ্জামান, শুভাশিষ ঘোষ, জিন্নাতুনেছা, অরবিন্দু হাজরা, শিক্ষার্থী দিশা সরকার ও জারানা সুলতানা জিনিয়া। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(6)