৫ সেপ্টেম্বর চার সদস্যের প্রতিনিধি দলটি পাকিস্তান সফরে যাবেন। পাকিস্তান থেকেও যোগ হবেন আরও একজন। পাঁচজনের টিমটি লাহোর ও করাচির বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। তাদের প্রতিবেদনের উপর নির্ভর করছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের বিষয়টি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার দুপুরে মিরপুরে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি বলেন, ‘আগামী পাঁচ তারিখ সিকিউরিটি টিম পাকিস্তান যাচ্ছে। ওদের সঙ্গে আজই আমার কথা হয়েছে। করাচি আর লাহোর-যেখানে খেলা হওয়ার সম্ভাবনা আছে সেখানের প্রত্যেকটা জিনিস তারা দেখবেন। বিমানবন্দরে নামার পর থেকে ফেরত আসা পর্যন্ত পুরো সিকিউরিটি ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন এবং আমাদের জানাবেন।’
(0)