পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ আম্ফানে ক্ষতিগ্রস্থ খুলনার পাইকগাছা উপজেলার উপকুলীয় এলাকার দরিদ্র জনগোষ্ঠির জন্য দীর্ঘমেয়াদী ত্রাণ ও পুনর্বাসন এবং অতি ঝুকিপুর্ণ বাঁধগুলি বর্ষা মৌসুমের আগেই বেঁধে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় ও উপজেলা পানি কমিটির নেতৃবৃন্দ পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি এবিএম শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির নেতা মইনুল ইসলাম, পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, সাধারন সম্পাদক কাজী তোকারাম হোসেন টুকু, সুকৃতি মোহন সরকার, বিভুতি সরকার, সুদিপ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, উত্তরনের দীলিপ সানা, মোঃ নাজমুল বাসার, মোঃ নুর ইসলাম, কারিতাসের লুসি সরকার, তাসলিমা আক্তার শিল্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে পানি কমিটির নেতৃবৃন্দ বলেন, জলাবদ্ধতার সাথে সর্বনাশা আম্ফান যুক্ত হওয়ায় খুলনার পাইকগাছা উপজেলার প্রায় ৩ লক্ষ অধিবাসী বিশেষ করে দরিদ্র শ্রেণীর জনগোষ্ঠি অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। দরিদ্র অসহায় এসব মানুষদের জন্য সরকারি সাহায্য সহযোগীতা খুবই অপ্রতুল। বর্তমানে এলাকায় কর্মসংস্থানের তীব্র অভাব দেখা দিয়েছে। স্মারকলিপি পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, যথাযত কর্তৃপক্ষের মাধ্যমে স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরন করা হবে।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ইতোমধ্যে সংসদে দাবিগুলি উত্থাপন করেছেন। যার বাস্তবায়নও শুরু হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভব্য সমস্যা অচিরেই সমাধানসহ বেঁড়ি বাঁধগুলি দ্রুত সংস্কার করার ব্যবস্থা করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার নেতৃবৃন্দদেরকে আস্বাস্ত করেছেন।
(13)