কেরিয়ারেও অমিতাভের কাছ থেকে অনেক কিছুই শিখেছেন তিনি। ঐশ্বর্যার কথায়, ‘‘ইন্ডাস্ট্রিতে পা একজন আইকন। সব সময়ের জন্যই তিনি সকলের কাছে অনুপ্রেরণা।’’ আসলে ঘরে-বাইরে অমিতাভের উপস্থিতি এমন একজন অভিভাবকের যিনি সবদিক একাই সামলে রাখেন।
আগামী ১১ অক্টোবর ৭৩-এ পা দেবেন ‘অ্যাংরি ওল্ড ম্যান’। তার দু’দিন আগেই মুক্তি পাবে ঐশ্বর্যার কামব্যাক ফিল্ম ‘জজবা’। সব মিলিয়ে সপ্তাহভর সেলিব্রেশনে মাতবে বচ্চন পরিবার। কিন্তু সেই সেলিব্রেশনের প্ল্যান এখনই জানাতে নারাজ ঐশ্বর্যা।
(0)