ইতালির নাগরিক সিজার তাভেলা হত্যায় তিনজনকে শনাক্তের দাবি করেছে পুলিশ। যাদের মধ্যে দুজনেরই নাম রাসেল। আর অন্যজন রুবেল।
তাভেলা সিজার হত্যার পর ৩০ সেপ্টেম্বর গুলশানে সবশেষ গণমাধ্যমে কথা বলেছিলেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এর ঠিক পনের দিন পর আবার গণমাধ্যমের সামনে আসেন গোয়েন্দা পুলিশের উর্ধতন কর্মকর্তারা। খিজির খান হত্যার দুই আসামীকে হাজির করার সংবাদ সম্মেলনে উঠে আসে ইতালিয়ান নাগরিক খুনের বিষয়টিও।
সে বক্তব্য অনেকটাই পরিস্কার করে দেয় কিছুটা এগিয়েছে তদন্ত। সবশেষ রোববার ডিএমপি কমিশনারও জোরালো কণ্ঠে দাবি করেন, তাভেলা সিজার হত্যার মুল পরিকল্পনা ও ষড়যন্ত্র শনাক্ত করেছেন তারা। তাহলে কি তাভেলা খুনিদের কাছাকাছি পুলিশ? এ প্রশ্নের কোন উত্তর তদন্তসংস্থা থেকে সরাসরি পাওয়া না গেলেও শনাক্ত করা তিনজনের নাম জানা গেছে বিভিন্ন সুত্র থেকে। এদের মধ্যে দুজনের নামই মো. রাসেল। আরেকজনের নাম তামজীদ আহমেদ রুবেল।
(1)