খুলনা পুলিশ লাইনে অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতায় ডুমুরিয়া থানাকে পরাজিত করে পাইকগাছা থানা চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকালে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত সর্বমোট ৪০ মিনিটের প্রতিযোগিতায় ডুমুরিয়া থানাকে ৩৪-৩০ পয়েন্ট ব্যবধানে পাইকগাছা থানা টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবীব। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) এস,এম, শফিউল্লাহ, এএসপি (সার্কেল) দাকোপ কাদের বেগ। উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার ওসি আশরাফ হোসেন, ডুমুরিয়ার ওসি এম. মশিউর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সহ-সভাপতি এস,এম, বাবুল আকতারসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(0)