সিটি মেয়র আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আগামী ১৪ নভেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আয়োজিত ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
তিনি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য ব্যাপক প্রচার প্রচারণার ওপর গুরুত্বারোপ করে বলেন, শরীরে ভিটামিন ‘এ’ এর অভাবে অন্ধত্ববরণ সহ প্রতিবন্ধী শিশুর জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। সেই দৃষ্টিকোন থেকে এ ক্যাম্পেইন অনেক গুরুত্ববহ। তিনি ক্যাম্পেইন সফল করার জন্য সংশ্লিষ্টদের আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালন এবং ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি শিশুর মায়েদের ভিটামিন এ সম্পর্কে সচেতন করে তোলার জন্য মাঠকর্মীদের প্রতি আহবান জানান।
কেসিসি’র শিক্ষা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটি সভাপতি কাউন্সিলর এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এর সভাপতিত্বে সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভিটামিন ‘এ’ ঘাটতিজনিত ক্ষতিকর দিক এবং খাওয়ানোর নিয়মাবলী তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের ডেপুটি ডাইরেক্টর ডা. তপন কুমার বিশ্বাস।
সভায় কেসিসি’র প্যানেল মেয়র রুমা খাতুন, কাউন্সিলর মোঃ শাহাদাৎ মিনা, কে এম হুমায়ুন কবীর, মোঃ মাহবুব কায়সার, মোঃ গিয়াস উদ্দিন বনি, ওয়াহেদুর রহমান দিপু, মোঃ আলী আকবর টিপু, মোঃ হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, এস এম হুমায়ুন কবীর, ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ ফারুক হিল্টন, মোঃ সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর, রাবেয়া ফাহিদ হাসনাহেনা, আনজিরা খাতুন, মনিরা আক্তার, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, নাদিরা হোসেন তুলি, সাহিদা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ জাহাঙ্গীর হোসেন, কেসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ কে এম জহুরুল আলম, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, মেডিকেল অফিসার ডা. শরীফ শাম্মিউল ইসলাম সহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ।
(6)