রূপসা প্রতিনিধি ঃ রূপসার পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সভা বেলা ১১ টায় ব্যাংক মোড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সমিতির কার্যকরী সভাপতি মোঃ ইসারত হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম আবু তাহের এর পরিচালনায় বক্তৃতা করেন সাবেক সভাপতি মোঃ হুমায়ুন সেখ, মো: আরাফাত হোসেন লিমন, জাহিদ হাসান, নাজমুল হুসাইন, মো: রাজু সেখ, রাসেল সেখ, মো: তারিকুল ইসলাম।বক্তব্যে ব্যবসায়ীরা শৌচাগার, বাজারের নির্বাচন, বাজারের চাঁদার পরিমাণ না বাড়ানো, ড্রেনেজ সমস্যা, ফুটপাতের অবৈধ দোকান বন্ধের দাবি জানান।
আরও বক্তব্য করেন রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ির এএসআই আ: হালিম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আ: সাত্তার।
মহামারি করোনার প্রাদুর্ভাবের পরবর্তীকালীন পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতির কিছু নেতৃবৃন্দ অসুস্থতা, দোকান পরিবর্তনজনিত কারণে কমিটির কার্যক্রমের বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ করতে ব্যর্থ হয়। ফলে ব্যবসায়ীদের মাঝে বিভিন্ন ক্ষোভ জন্ম নেয়।
এই সকল সমস্যা সমাধান ও বাজারের সদস্যদের মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেন কমিটির সাধারণ সম্পাদক এসএম আবু তাহের। তিনি আরও বলেন আমি দীর্ঘদিন অসুস্থ থাকায় বাজারের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন আমার অনেক দ্বায়িত্ব পালন করেছে ও পালনে সহযোগিতা করেছে। আগামীতে ব্যবসায়ীদের নিয়ে নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও ব্যবসায়ীবান্ধব কমিটি গঠণ করা হবে।
উপস্থিত সকল ব্যবসায়ী সদস্যরা নির্বাচন প্রত্যাশী ও কার্যক্রম মনোভাব ও ফলপ্রসূ আলোচনায় সন্তোষ প্রকাশ করেন।
(1)