গবেষকরা ‘ন্যাচার’ পত্রিকাকে জানিয়েছেন, নতুন এই তথ্যের মানে হলো, পৃথিবীতে প্রত্যেকের জন্য অন্তত ৪২০টি গাছ রয়েছে।
তবে গবেষক ড. ক্রোথার বলছেন, এই বিপুল সংখ্যা আসলে বিশাল কোনো অর্থ বহন করছে না। এর ফলে নতুন করে কোনো ভাণ্ডার আবিষ্কার হয়নি। তবে পৃথিবীর কোনো ক্ষতি বা বৃদ্ধি হচ্ছে না। তবে এই তথ্য গবেষক আর নীতিনির্ধারকদের জন্য সহায়ক হবে বলে তিনি মনে করেন।
স্যাটেলাইটের ছবি তোলার পর, বেশ কয়েকটি বনের ভিতর প্রবেশ করে কর্মীরা সেখানকার গাছপালা গুনে দেখেন। এরফলে ছবির সঙ্গে বাস্তবের গাছের সংখ্যা বের করতে তারা সমর্থ হন। পরে এই মডেল ধরেই অন্য বনের গাছ জরিপ করা হয়। সূত্র : বিবিসি বাংলা
(1)