মধুসূদনের বিষ্ময়কর সাহিত্য প্রতিভায় বাংলা সাহিত্য আজ বিশ্বের দরবারে চির ভাস্বর। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে মধুমঞ্চে বিষয়ভিত্তিক আলোচনা সভায় অংশ নেন বিএল কলেজের সহকারী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান, যশোরের কবি ও গবেষক অধ্যাপক কাজী শওকত শাহী, সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি কলেজের প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, কবি ও সাংবাদিক সুকৃত সরকার, বিদ্রেহী সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক শামছুরজ্জামান, কবি ও সাংবাদিক তৌহিদ মনি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেশবপুর জাতীয় সংগীত সম্মিলনী পরিষদের সভাপতি মাসুদুর রহমান ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী। আলোচনানুষ্ঠান শেষে মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
-এস আর সাঈদ, কেশবপুর, যশোর
(3)