জানা গেছে, সম্প্রতি বহুল আলোচিত ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র টিজার প্রকাশ করেছেন অভিনেতা সালমান নিজেই। এর একদিন পর এবার পোস্টারে প্রথমলুক প্রকাশ করলেন অভিনেত্রী সোনম কাপুর।‘প্রেম রতন ধন পায়ো’-এর পোস্টারটি ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ঐশ্বরিয়া রাই বচ্চন ও সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত ‘হাম দিল দে চুকে সনম’-এর সেই বিখ্যাত পোস্টারটিকে স্মরণ করিয়ে দেয়। যদিও বলা হচ্ছে ওই ছবির সাথে কোনো সম্পর্কই নেই ছবিটির।
উল্লেখ্য, সুরজ আর বারজাত্য’র নির্মাণে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি আসছে নভেম্বরে মুক্তি পাওয়ার কথা। ছবিটিতে সালমানকে দ্বিতীয়বারের মত সোনম কাপুরের সাথে অভিনয় করতে দেখা যাবে। এরআগে ‘সাওয়ারিয়া’ নামের একটি ছবিতে বিশেষ চরিত্রে সোনম কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল সালমান খানকে।
(1)