খালিশপুরস্থ চিত্রালী পৌর কিচেন মার্কেটটি আধুনিকরূপে পুন:নির্মাণের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের এক সভা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাজার স্থায়ী কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান মনি।
সভায় কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আনিসুর রহমান বিশ্বাস, কাউন্সিলর মোঃ শাহাদাত মিনা, মোঃ সাইফুল ইসলাম, এস এম হুমায়ুন কবীর, মোঃ সাহিদুর রহমান, মোঃ ফারুক হিল্টন, মোঃ ইউনুস আলী সরদার, এস এম খুরশিদ আহমেদ টোনা, মোঃ শমশের আলী মিন্টু, ওয়াহেদুর রহমান দিপু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, রাবেয়া ফাহিদ হাসনাহেনা, নাদিরা হোসেন তুলি, রোকেয়া ফারুক, প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, বাজার সুপার গাজী সালাউদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কিচেন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে নির্মিতব্য চিত্রালী পৌর কিচেন মার্কেটের নকশা প্রদর্শন করেন কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম। পরে ব্যবসায়ীগণ মার্কেট বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। ব্যবসায়ীদের সুবিধার্থে এবং তাদের মতামতের ভিত্তিতে চিত্রালী কিচেন মার্কেটটি নির্মাণ করা হবে বলে সভায় জানানো হয়।
(0)