প্রতিদিনের মত বুধবার সকালেও আশুলিয়ার নন্দন পার্কের সামনে বাড়ইপাড়ায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিল আশুলিয়া থানা পুলিশ।
সকাল সাড়ে সাতটার দিকে চন্দ্রা থেকে নবীনগরগামী এক মোটরসাইকেলের ৩ যাত্রীকে থামার জন্য সিগনাল দেয়া হয়। এ সময় দায়িত্বরত ২ পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় তাদের এনাম মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মুকুল নামে এক কনস্টেবলের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত নুর আলম নামের আরেক পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার।
গত ২২ অক্টোবর মিরপুরের দারুস সালাম এলাকার পর্বত সিনেমা হলের সামনে দায়িত্ব পালনের সময় বাস থেকে নামা দুই যাত্রীকে তল্লাশীর সময় ছুরিকাঘাতে মারা যান এ এস আই ইব্রাহিম মোল্লা।
(4)