সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া এলাকার একাধিক চিহ্নিত প্রতারক ও ভুমিদস্যুদের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছে ভূমিহীন পরিবার। ভূমিদস্যু প্রতারকদের অব্যাহত হুমকির ফলে নিরাপত্তাহীনতা বিরাজ করছে ভুমিহীনদের মাঝে।
তালার জেঠুয়া গ্রামের মোসলেম সরদার জানান, তাকেসহ এলাকার অন্যান্য ভূমিহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত পাইয়ে দেবার কথা বলে ২০১১ সালে নেহালপুর গ্রামের মৃত এরশাদ আলী শেখ এর পুত্র ভূমিদস্যু খাইরুল শেখ, একই গ্রামের ইউনুচ শেখ এর পুত্র একরামুল শেখ এবং জেঠুয়া গ্রামের মৃত. এহাজার গাজীর পুত্র মোফাজ্জেল গাজী নগদ ৬৭ হাজার ১৪০ টাকা হাতিয়ে নেয়। ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘুষ দিয়ে জমি বরাদ্দ নেবার কথা বলে উক্ত টাকা হাতিয়ে নেয়। কিন্তু দীর্ঘ দিনের ব্যবধানে প্রতারক খাইরুল গং ভূমিহীনদের নামে খাস জমি বরাদ্দ না দিয়ে নানান তালবাহানা শুরু করে। একপর্যায়ে হতদরিদ্র ভূমিহীনরা দেয় টাকা ফেরত চাইলে ভূমিদস্যু ও প্রতারক চক্র হুমকি প্রদান শুরু করে। যে কারনে মোসলেম সরদার বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রতারকদের বিরুদ্ধে একটি মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেন এবং বর্তমানে বিচারাধিন রয়েছে। কিন্তু এরইমধ্যে ভূমিদস্যু ও প্রতারক খাইরুল, একরামুল ও মোফাজ্জেল মামলার বাদী এবং স্বাক্ষীসহ অন্যান্য ভূমিহীনদের নানাবিধ হুমকি প্রদান অব্যাহত রেখেছে। এতে করে দরিদ্র ভূমিহীন পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভূগছে এবং এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
//বি.এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(1)