প্রতিবন্ধিদের নিয়ে হলেও, বেশ সাড়া জাগিয়েছে আইসিআরসির আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট পাগল বাংলাদেশের দর্শকরা ভিন্ন ধর্মী এই টুর্নামেন্টকে বরণ করে নিয়েছেন সাদরে। এই সাফল্যে দারুন উচ্ছ্বসিত দেশগুলো। ক্রিকেটারদের নিয়ে তাদের স্বপ্নের পরিধিটা এখন বাড়ছে ধীরে ধীরে। প্রাথমিক লক্ষ্য দুই বছর পর এমন আরেকটি আয়োজনের।
পিসিবি প্রতিনিধি, আমির উদ্দিন আনসারী বললেন, “ডিসেবল ক্রিকেটের ভবিষ্যৎ পরকল্পনা ঠিক করেছি। দ্বিপাক্ষিক সিরিজ ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে চাই। বাংলাদেশে এই টুর্নামেন্টের সফলতা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে।”
বাংলাদেশে বৈঠকে বসেছিলেন ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও স্বাগতিক দলের প্রতিনিধিরা। তারা চাইছেন প্রতিবন্ধি ক্রিকেটকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে। আইসিসির সহায়তায় তারা আয়োজন করতে চান বিশ্বকাপ।
ইসিবি শারীরিক ক্রিকেটের প্রধান, ইয়ান মার্টিন বললেন, “বিশ্বে প্রতিবন্ধি ক্রিকেট প্রসার ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছি। এছাড়া ইংল্যান্ডে আইসিসি ২০১৯ সীমিত ওভার বিশ্বকাপ ক্রিকেটের পাশাপাশি প্রতিবন্ধি বিশ্বকাপ করতে চাই। আশা করি আমরা সফল হবো।”
টুর্নামেন্টের আয়োজক আইসিআরসি স্বাগত জানিয়েছে এ ধরনের উদ্যোগকে। খুব দ্রুত আইসিসির কাছে নিজেদের প্রস্তাব পেশ করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
(3)