খানজাহান আলী থানা প্রতিনিধিঃ ফুলবাড়ীগেট ল্যবরেটরী স্কুল মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী সুনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠন গতকাল সকাল ১০টায় বিদ্যালয়ের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রামপ্রসাদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শারমিন স্মৃতি।
বক্তৃতা করেন মো. আব্দুস সাদেক, মোহাম্মাদ মাহফুজুর রহমান, অনিরুদ্ধ হালদার, মো. আফাজ উদ্দিন, সুভাষ চন্দ্র মন্ডল, টুটুল দত্ত, আনিসুর রহমান ও মেহেদী হাসান। বিদ্যালয়ের প্রতিটি শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মঝে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক।
এ সময় বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(2)