আন্দোলন, সংগ্রাম, গৌরব
৪ জানুয়ারী-১৬ ছিল সংগঠনটির ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। কিন্তু বিশেষ কারনে তালা উপজেলা ছাত্রলীগ ২৪ জানুয়ারী ব্যাপক জাঁকজমকপূর্ন ভাবে দিবসটি পালন করার সিদ্ধান্ত গ্রহন করে। সেলক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
২৪ জানুয়ারী রোববার সকালে তালা উপজেল পরিষদ চত্বরে দিনব্যপী নানাবিধ কর্মসূচী পালিত হবে। এজন্য কর্মসূচীস্থলে নির্মান করা হয়েছে নৌকা সাদৃশ্য বিশাল একটি দৃষ্টিনন্দন মঞ্চ।
তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ.লীগ’র সভাপতি মো. মুনসুর আহম্মেদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত খাতবেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তালা উপজেলা আ.লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম এবং সাধারন সম্পাদক ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
প্রধান বক্তা থাকবেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতি তানভির হুসাইন সুজন এবং বিশেষ বক্তা থাকবেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এহসান হাবিব অয়ন। সরদার মশিয়ার রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। উক্ত সভায় স্থানীয় এবং জেলা পর্যায়ের আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে এরইমধ্যে উপজেলার ১২টি ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা/সমাবেশ করা হয়েছে। রোববারের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমূখর পরিবেশে পালিত হবে বলে, উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার রহমান আশাবাদ ব্যাক্ত করেছেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(1)