ঘূর্ণি বলের মায়াজালে মাত্র ৩ দিনেই শেষ হয়েছিল নাগপুর টেস্ট। ভারত-দক্ষিণ আফিকার মধ্যকার তৃতীয় টেস্টটি নিয়ে কম জল ঘোলা হয়নি। পিচের এমন বেহাল দশা করার জন্য আইসিসির ‘শোকজ’ও পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে বৃহস্পতিবার শুরু হওয়া কোটলা টেস্টে কেবল স্পিনার নয়, পেসারদেরও দাপট দেখা গেছে। আর বোলারদের সেই দাপটে এদিন খোলসের মধ্যে ঢুকতে হয়েছে স্বাগতিক ভারতের ব্যাটসম্যানদের।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। ইতোমধ্যে ভারতীয়রা সিরিজ জয় নিশ্চিত করেছে। দুই দল তাই এই ম্যাচে মুখোমুখি হয়েছে মর্যাদার লড়াইয়ে।
এরপর ধ্বংসযজ্ঞে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কেইল অ্যাবোট। তিনি বোল্ড আউট করেছেন চেতশ্বর পূজারাকে। এরপর ফের ২ উইকেট তুলে নিয়েছেন ডেন পেইট। আর অ্যাবোটেও ঝুলিতেও জমা পড়েছে আরও উইকেট।
এই দুই বোলারের বিপরীতে সুবিধা করতে না পারায় ১৩৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ভারত। এরপরও অবশ্য দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান শোভা পাচ্ছে ভারতের প্রথম ইনিংসের স্কোরবোর্ডে; তা অবশ্যই অজিঙ্ক রাহানের কৃতিত্বে। ১৫৫ বল খেলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ৮৯ রান করে অপারজিত রয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : প্রথম ইনিংস, ২৩১/৭, ওভার ৮৪ (রাহানে ৮৯*, কোহলি ৪৪, অশ্বিন ৬*; পেইট ৪/১০১, অ্যাবোট ৩/২৩)
*প্রথম দিন শেষে
(1)