পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে নির্মাণ কাজ পরিদর্শন ও বিভিন্ন উপকরণের মান যাচাই-বাছাই করেন। এ সময় কর্মকর্তারা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন। কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আনিছুজ্জামান, আইএমইডি’র উপ-সচিব আল মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাসেম, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব নাহিদ উল মোস্তাক, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনার সহকারী প্রকৌশলী নাফিস আক্তার ও উপ-সহকারী প্রকৌশলী আকরাম হুসাইন।
উল্লেখ্য, উপজেলার কয়রা-পাইকগাছা সড়কের শিববাটী ব্রীজ ও আলমতলার মধ্যবর্তী স্থানে ২৫ একর সম্পত্তির ওপর স্থাপন করা হচ্ছে পাইকগাছা কৃষি কলেজ। ২০১০ সালের ২৩ এপ্রিল আইলা পরবর্তী কয়রার এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্র এলাকায় একটি কৃষি কলেজ করার ঘোষনা দেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অনুযায়ী ১শ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে কৃষি কলেজ। রফিক ট্রেডার্স, মোজাফফর এন্টারপ্রাইজ, মেসার্স রানা ইমন জেভি এন্টারপ্রাইজ, মেসার্স ইমন এন্টারপ্রাইজ, জাফর উল্লাহ এন্ড ব্রাদার্স এন্ড মেসার্স ইমন এন্টারপ্রাইজ জেভি ও এমএস বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ সহ কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ করছে।
নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। নির্মাণ কাজের মধ্যে রয়েছে ৪ তলা বিশিষ্ট প্রশাসনিকভবন, একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রী হোস্টেল, শিক্ষক ডরমেটরী, স্টাফ কোয়ার্টার, ২ তলা বিশিষ্ট প্রিন্সিপাল কোয়ার্টার, সীমানা প্রাচীর, যার ৭০ থেকে ৩০ ভাগ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরবর্তীতে নির্মাণ করা হবে মসজিদ, ফার্ম হাউজ, শহীদ মিনার, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, গরু রাখার সেড, গ্যারেজ ও গার্ড সেড।
(5)