প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচএম আল-মুতাইরি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার দুুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সৌদি আরবে মসজিদে বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘একজন সত্যিকারের মুসলিম এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করতে পারে না। একজন মুসলমান কিভাবে আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সন্ত্রাসই সন্ত্রাসীদের ধর্ম। তাদের অন্য কোন ধর্ম নেই।’
প্রধানমন্ত্রী অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) শক্তিশালী করার পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যকার পারস্পরিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে নিরসনের ওপর জোর দেন। তিনি বলেন, অন্যরা যেন এ থেকে সুবিধা নিতে পারে।
মসজিদে বোমা হামলার কথা তুলে ধরে সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেন, ‘সৌদি আরব ধর্মের নামে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে। ইসলামের নামে এ ধরনের বোমা হামলার কোন সুযোগ নেই। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের শক্তিশালী জনমত রয়েছে।’
রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচএম আল-মুতাইরি বলেন, ‘মক্কায় হাজীদের সুবিধা বাড়ানোর জন্য অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এই নির্মাণ কাজ শেষ হলে ভবিষ্যতে প্রতি বছর সারা বিশ্বের ৬০ লক্ষ মুসলমান একসঙ্গে হজ পালন করতে পারবেন।’
বাংলাদেশ এবং সৌদি আরবের সুসর্ম্পকের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সর্ম্পক ঐতিহাসিক।
সৌদি আরবে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশিদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব বাংলাদেশি সৌদি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সৌদি রাষ্ট্রদূতও বাংলাদেশ ও সৌদি আরবের সর্ম্পক আগামীতে আরো শক্তিশালী হবে আশা প্রকাশ করে ২ দেশের সুসর্ম্পকের কথা তুলে ধরেন।
(0)