সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এ নীতিমালায় নিরাপদ শ্রম-অভিবাসনের সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের পাশপাশি, নারী কর্মীদের অভিবাসনের বিষয়টি গুরুত্ব দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব, মোহাম্মদ শফিউল আলম জানান, অভিবাসন কর্মীদের কাজের ক্ষেত্রে এ নীতিমালা সহায়ক ভূমিকা পালন করবে।
এছাড়া বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক, স্বাস্থ্যসহ নানা বিষয়ে প্রশিক্ষণ ও সহযোগিতা স্বাক্ষরের খসড়ায়ও অনুমোদন দেয়া হয়।
(0)