পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: এবার পাইকগাছা পৌরসভার সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেছেন দিনমজুর বৃক্ষ প্রেমিক নকিম উদ্দীন জোয়াদ্দার।
তিনি সোমবার (১৮ সেপ্টম্বর) সকালে দিনমজুরের উপার্জিত অর্থ দিয়ে ক্রয় কৃত বিভিন্ন প্রজাতির গাছের চারা বিদ্যালয়ের মাঠের পাশ দিয়ে রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আছাবুর রহমান শিমুল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, শিক্ষক ছায়রা খাতুন, ফারহানা নাজনীন, কর্ণধর মন্ডল, শারমিন আক্তার ঋতু ও আব্দুল্লাহেল বাকী।
উল্লেখ্য, উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটী গ্রামের দিনমজুর নকিম উদ্দীন জোয়াদ্দার দিন মজুরের উপার্জিত অর্থ দিয়ে ১৯৮২ সাল থেকে অত্র এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে আসছেন। ইতোমধ্যে তিনি উপজেলা পরিষদ, আদালত চত্ত্বর, থানা চত্ত্বর, গদাইপুর ইউনিয়ন পরিষদ, ফসিয়ার রহমান মহিলা কলেজ ও সিনিয়র মাদরাসা সহ বহু প্রতিষ্ঠানে গাছ লাগিয়েছেন।
তার লাগানো গাছ এখন কোটি টাকার সম্পদে পরিণত হয়েছে। নিজের দিন মজুরের উপার্জিত অর্থ দিয়ে ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগানোর সুবাদে তিনি এলাকায় বৃক্ষ প্রেমিক হিসেবে পরিচিতি লাভ করেছেন। উপজেলা প্রশাসন সহ সর্বমহলে হয়েছেন প্রশংসিত। তিনি প্রতিবছর এলাকার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা লাগান। যার অংশ হিসেবে এ বছরও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগিয়েছেন।
(7)