প্রাথমিক যাচাই বাছাই শেষে এরই মধ্যে ঘোষনা করা হয়েছে, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের তালিকা। এতে দেখা যায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিলিয়ে ৮৯৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আপিল নিষ্পত্তির পর, বৈধ প্রার্থীরা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে, ১৪ ডিসেম্বর। আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় একযোগে হবে, ভোট।
(0)