প্রিয়ঙ্কার ছবি ছিনিয়ে নিচ্ছেন ক্যাটরিনা?

imageএক নায়িকার অভিনয় করা চরিত্র ছবির সিকোয়েলে চলে যায় অন্য নায়িকার কাছে, এমন নজির এর আগে অনেক বার দেখেছে বলিউড। সম্প্রতি সেই বিতর্ক ফের নতুন করে দানা বাঁধল ফারহান আখতারের ‘ডন’ ছবি নিয়ে। বলিউডে এখন জোর গুজব, তাড়াতাড়ি ‘ডন ৩’ ছবির কাজ শুরু করতে পারেন ফারহান। আর করলে, রোমা হিসেবে সেলুলয়েডে আর ফিরে আসবেন না প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর বদলে রোমার চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা কইফ।

গুজব কিন্তু সত্যি হলেও হতে পারে! অনেক বছর ছবি না বানিয়ে বসে আছেন ফারহান। পর পর অভিনয় করছেন নানা পরিচালকের ছবিতে, সম্প্রতি হাতে নিয়েছেন ছোটপর্দার কাজও! কিন্তু, ছবি বানাবার কথা ভুলেও ভাবেননি। নিন্দুকরা বলছেন, এ বার পরিচালক হিসেবে ফিরে আসার জন্য তুরুপের তাস হবে সেই ‘ডন’-ই!

কিন্তু, তার সঙ্গে রোমা বদলে যাওয়ার সম্পর্ক কী? রোমাকে সিকোয়েলে জনপ্রিয় করে তুললেন তো প্রিয়ঙ্কাই! তাহলে তাঁকে বাদ দেওয়া হচ্ছে কেন?

শোনা যাচ্ছে, ফারহান না কি এ বারের ছবির চিত্রনাট্য তৈরি করেছেন আরও জোরদার করে! সেই চিত্রনাট্য এক অন্য চেহারার রোমা দাবি করে। তাই বদলে যাচ্ছে রোমা। সব ঠিক থাকলে ক্যাটরিনাই হবেন সেই নতুন রোমা!

নিন্দুকরা কিন্তু বলছেন অন্য কথা। তাঁদের দাবি, প্রিয়ঙ্কা ইতিমধ্যে ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকে অভিনয় করছেন রোমার মতোই এক ডাকসাইটে পুলিশের চরিত্রে। তাই পুনরাবৃত্তির অভিযোগ উঠতে পারে, এমনটা ভেবেই না কি ফারহান রোমা বদলাচ্ছেন!

সে সব বিতর্ক থাক! আপাতত জানিয়ে রাখা যায় একটাই কথা! শুধু রোমাই নয়, ডনকেও বদলে ফেলার কথা এর আগে বলেছিলেন ফারহান। জানা গিয়েছিল, হৃতিক রোশন হলেও হতে পারেন নতুন ডন!

শেষ পর্যন্ত কী হতে পারে, সেটা জানা যাবে ছবির কাজ শুরু হলেই!

(0)

Print Friendly, PDF & Email

সাম্প্রতিক খবর

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.