আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও বর্তমান সময়ে মাছ থেকে শুরু করে শাক-সবজি, সবকিছুতেই মেশানো হচ্ছে ফরমালিন। সে কারনে আজ আমরা জানবো কিভাবে মাছ ও শাক-সবজি থেকে ফরমালিন দূর করা যায়।
২. লবণাক্ত পানিতে ফরমালিন দেয়া মাছ এক ঘণ্টা ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ৯০ ভাগ ফরমালিনের মাত্রা কমে যায়।
৩. প্রথমে চাল ধোয়া পানিতে ও পরে সাধারণ পানিতে ফরমালিনযুক্ত মাছ ধুলে শতকরা প্রায় ৭০ ভাগ ফরমালিন দূর হয়।
৪. ভিনেগার ও পানির মিশ্রণে (পানিতে ১০ ভাগ আয়তন অনুযায়ী) ১৫ মিনিট মাছ ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ১০০ ভাগ ফরমালিনই দূর হয়।
৫. শুটকি মাছে প্রচুর ফরমালিন দেয়া হয় এখন। এই ব্যাপার থেকে মুক্তি পেতে শুটকি মাছ প্রথমে গরম পানিতে একঘণ্টা, তারপর স্বাভাবিক পানিতে আরও এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। ফরমালিন মুক্ত হবার পাশাপাশি স্বাদও বাড়বে।
৬. খাওয়ার আগে ১০ মিনিট গরম লবণ পানিতে ফল ও সবজি ভিজিয়ে রাখতে হবে।
ব্রেকিংনিউজ
(1)