গত দুই বছরে দুটি বড় প্রতিযোগিতার ফাইনালে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল আর্জেন্টিনাকে। দুটি ম্যাচেই তারা টের পেয়েছে দি মারিয়ার অভাব। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে মাঠেই নামতে পারেননি এই আর্জেন্টাইন মিডফিল্ডার। পরের বছর কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামলেও চোটের কারণে বেরিয়ে গিয়েছিলেন আধঘণ্টা পরে। এবারও ফাইনালে খেলতে পারবেন কি না, তা নিয়েও ছিল ঘোর আশঙ্কা। তবে শেষমুহূর্তে দি মারিয়ার সুস্থতার খবরই জানিয়েছেন কোচ জেরার্দো মার্টিনো। ইজিকুয়েল লাভেজ্জি ও আগুস্তো ফার্নান্দেজ ছাড়া দলের বাকি সবাই মাঠে নামার জন্য প্রস্তুত আছেন বলে আশ্বস্ত করেছেন তিনি।
কোপা আমেরিকার প্রথম ম্যাচেও চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। গত বছরের ফাইনালে হারের প্রতিশোধ নিয়ে ম্যাচটা জিতেছিল ২-১ গোলে। দলের জয়ে একটি গোল করেছিলেন দি মারিয়াও। অধিনায়ক লিওনেল মেসি না খেললেও দি মারিয়ার দারুণ নৈপুণ্যে ভর করে জয় পেয়েছিল আকাশি-সাদারা। কিন্তু পানামার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই পড়েছিলেন ইনজুরির কবলে।
ফাইনালের একেবারে আগমুহূর্তে তাঁর সুস্থ হয়ে ওঠার খবরটা নিশ্চিতভাবেই আরো আশা জাগাবে আর্জেন্টিনা শিবিরে। সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনালে আর্জেন্টিনা মাঠে পাবে মেসি-দি মারিয়া, দুজনকেই। ফলে শিরোপা জয়ের স্বপ্ন আরো জোরদার হবে আর্জেন্টিনা সমর্থকদের। এনটিভি
(1)