এছাড়া, ভারতীয় ফিল্ম ডিভিশন থেকে প্রাপ্ত মহাত্মা গান্ধীর উপর নির্মিত এগারোটি প্রামাণ্যচিত্র, উপমহাদেশের প্রখ্যাত বাঙালি সেতারবাদক প-িত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলী খান, বংশীবাদক প-িত হরিপ্রসাদ চৌরাশিয়ার জীবনীভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র এবং চলচ্চিত্রকার এস. সুখদেব নির্মিত আরও দশটি প্রামাণ্য চলচ্চিত্র রয়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ওয়েবসাইটে িি.িনভধ.মড়া.নফ চলচ্চিত্রগুলো সম্পর্কে আরো তথ্য জানা যাবে।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পক্ষ থেকে তথ্য সচিব ভারতীয় ফিল্ম আর্কাইভকে ১৯৩৫ সালে পি সি বড়–য়া নির্মিত ‘দেবদাস’ চলচ্চিত্রের একটি ডিভিডি কপি প্রদান করেন। ১৭ আগস্ট সোমবার দু’দেশের কর্মকতাদের মধ্যে এ দুর্লভ চলচ্চিত্রগুলো বিনিময় হয়। ভারতীয় ফিল্ম ডিভিশন তথ্য সচিব বরাবর প্রদত্ত পত্রে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাথে দুর্লভ চলচ্চিত্র বিনিময়ে আগ্রহ প্রকাশ করে।-এবিএন
(2)