ফুলতলা অপরাজিত ফোরাম আয়োজিত রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা আজ সকালে ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফারজানা ফেরদৌস নিশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের রবিউল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক আবুল বাশার, উপজেলার ওয়ার্কাস পার্টির গৌতম কুমার কুন্ডু, রূপান্তরের অপরাজিতা প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর খন্দকার জিলানী হোসেন।
অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নিতীশ মন্ডল উপস্থাপনায় বক্তৃতা করেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি তাপস বিশ্বাস, ফুলতলা বাজার বণিক সমিতির সদস্য নীলরতন, কারূকথা নির্বাহী পরিচালক কহিনূর জাহান,ফুলতলা অপরাজিতা ফোরামের সদস্য মিরা খাতুন, আম্বিয়া বেগম, সরিফা বেগম, রূমা খাতুন, মিতা পারভীন, সুমি খাতুন, সামছুর নাহার, কেয়া, চুমকি, লিলি, সেলিনা বেগম, নয়ন, হোসনেয়ারা বেগম প্রমূখ।
(13)