খানজাহান আলী থানা প্রতিনিধি: ফুলবাড়ীগেটে খুলনাগামী ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ৬৫ বছর বয়েসী এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে খুলনাগামী মহানন্দা এক্রাপ্রেস ট্রেন সেনপাড়া মাইলপোষ্ট এলাকা ক্রস করার এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদশী জানায়, খুলনাগামী মহানন্দা এক্রাপ্রেস ট্রেনটি মাইলপোষ্ট এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাতনামা ব্যক্তিকে ধাক্কা দিলে ট্রেন লাইনের পাশে ছিটকে পড়ে। এ সময় তার দুই হাত, মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশকে খবর দিলে জিআরপি পুলিশ এসে রাত ৭টার দিকে তার লাশ নিয়ে যায়।
জিআরপি থানার ওসি মোল্যা খবির হোসেন জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্রাপ্রেসে কাটা পড়ে একজন অজ্ঞাতনামা বৃদ্ধা নিহত হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার জন্য পিবিআইকে ডাকা হয়েছে। নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।
(1)