খানজাহান আলী থানা প্রতিনিধিঃ পবিত্র সীরাতুন্নবী(সা.) উদয্াপন উপলক্ষে ফুলবাড়ীগেট কুয়েটরোডস্থ আলহিরা মাদরাসা আলোচনা সভা, র্যালী, কুরআন তেলওয়াত, হামদ-নাত প্রতিযোগিতা, কুইজ, চিত্রাংকন, প্রবন্ধ প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরষ্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
গত ৯ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানে অধ্যক্ষ মো. এহসানুল হক। সকাল ৮টায় মাদ্রাসার শিক্ষার্থীদের অংংশগ্রহণে চিত্রাংকন, কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়, র্যালীটি ফুলবাড়ীগেট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মাদ্রাসায় এসে শেষ হয়। র্যালীতে প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক ও অভিভাবকবৃন্দ বিভিন্ন প্লাকার্ড নিয়ে অংশগ্রহন করেন। সকাল ১০টায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আল হিরা মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. আজিজুর রহমান স্বপনের সভাপতিত্বে এবং মাদরাসার অধ্যক্ষ মো. এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শাহপুর সরকারি কলেজের অধ্যাপক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুয়েটের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন, নুল সাঈদ জালালী, নাসির উদ্দিন। বিষয় ভিক্তিক আলোচনা করেন প্রতিষ্ঠানে শিক্ষক মো. রিজাউল করিম, আবু হাসানসহ মাদ্ররাসার শিক্ষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খুলনার বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে পূর্বে অনুষ্ঠিত হওয়া কুইজ, প্রবন্ধ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরষ্কার বিতরণী করা হয়। কুইজ প্রতিযোগিতায় খুলনা মডেল স্কুলের শেখ আল সাইম প্রথম, আলহিরা মাদ্রাসার মাহদিয়া মাহবুব দ্বিতীয় ও খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার নুসরাত জাহান জুলি তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরষ্কার ও নগদ টাকা তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এছাড়াও মাদ্রাসার সাবেক শিক্ষার্থী আবু বক্কর রাফি কুয়েট ভর্তি পরীক্ষায় উত্তির্ণ হয়ে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে সংবর্ধণা প্রদান করা হয়।
(0)