শ্যামনগর (উপকূল) প্রতিনিধিঃ সাতক্ষীরা উপকূলের শ্যামনগর দূর্গাবাটি খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। শনিবার সকালে সরেজমিনে যেয়ে দেখাযায় বুড়িগোয়ালিনী দূর্গাবাটি এলাকার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে নতুন করে ভাঙ্গন লেগে ১৫০ ফুটের মত বেড়িবাঁধের মাঝ বরাবর ফাটল নিয়েছে। এলাকাবাসীর দাবি অতি তাড়াতাড়ি জিউও বস্তা ডাম্পিং না করা হলে আবারও প্লাবিত হতে পারে এ দূর্গা বাটি এলাকা।
এ বিষয়ে দুর্গাবাটি এলাকার সন্তোষ রপ্তান বলেন, গত তিন মাস যেতে না যেতেই আবার সৃষ্টি হলো বেড়িবাঁধে ভাঙ্গন। আমরা ঘের ভেড়িতে মাছ ছাড়তে না ছাড়তেই আবারও যদি এই ভাঙ্গন সৃষ্টি হয় এবং বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। তাহলে আমাদের আর মাথা গুজার ঠাই থাকবে না।তাছাড়া আমরা বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে চিংড়ি পোনা ছেড়েছি ঘেরে। এই মূহুর্তে যদি নদীর বাঁধ ভেঙ্গে যায় তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে।
সন্তোষ রপ্তান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষেশ ভাবে আহবান করে বলেন দ্রুত দূর্গাবাটি বাঁধের ভাঙ্গন কবলিত এলাকা দিয়ে বালুর বস্তা ডাম্পিং করা হোক।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মাসুদ রানার কাছে জানতে চাইলে তিনি বলেন বুড়িগোয়ালিনী দূর্গাবাটি বেড়িবাঁধের কাজ চলমান থাকা অবস্থায় এ ফাটল দেখা দিয়েছে।
মাসুদ রানা আরো বলেন আগামীকাল থেকে জিউও বস্তা ফেলানো হবে। তাছাড়া আমাদের পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং টিম সর্বক্ষণ মনিটরিং করছেন।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা নজরুল ইসলামের কাছে দূর্গাবাটি বেড়িবাঁধে ফাটল নিয়েছে এবিষয় জানতে চাইলে চেয়ারম্যান বলেন, রবিবার সকালে আমিসহ ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে আমারা বাঁধের ফাটল স্থান পরিদর্শন করেছি সেখানে আনুমানিক ১৫০ ফুট যায়গা ফাটল নিয়েছে। তবে বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কাজ করছে। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বক্ষন বাঁধের ফাটলের কি অবস্থা সে বিষয় খোঁজ খবর নেওয়া হচ্ছে।
(10)