সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন পরিচালিত সোশ্যাল মিডিয়ায় কুরআন বুঝার বিকল্প মাধ্যম ফেসবুক কুরআন প্রতিযোগীতার ৬ষ্ঠ পর্বের ফলাফল ঘোষনা করা হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফেসবুক কুরআন প্রতিযোগিতার উদ্ভাবক ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচবি ক্বারী মাওলানা মোঃ মাহদী হাসান কাওসারীর পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর২০২০) বিকাল সাড়ে ৩টায় এ ফলাফল ঘোষনা করা হয়। যা সরাসরি ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংরাদিক ইউনিয়নের সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক নেতা মোঃ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংরাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, অনলাইনে উপস্থিত ছিলেন বিচারক মন্ডলির সদস্য মাওলানা মোঃ কুদরাতুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
৬ষ্ঠ পর্বে যারা বিজয়ী হলেনঃ ১ম স্থান অধিকার করেন সৌদি প্রবাসী মাওলানা মোঃ ইউসুফ আজম, ২য় স্থান অধিকার করেন ঢাকার নিঝুম দিশা, ৩য় স্থান অধিকার করেন ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন মামুন, ৪র্থ স্থান ডাঃ কামরুন নাহার রুনা, ৫ম স্থান মুনতাজার আহমেদ, ৬ষ্ঠ স্থান জেসমিন নাহার জেবু, ৭ম স্থান শারাবান তহুরা, ৮ম স্থান মোঃ কাওসার আলী, ৯ম স্থান মোঃ আরমান শিকদার,
১০ম স্থান এইচ এম আবু হুরাইরা, ১১তম নাজমা রহমান, ১২তম দ্বীন মোহাম্মদ আইমন(চট্রগ্রাম),১৩তম তৌফিকুর রহমান (সাইপ্রাস প্রবাসী), ১৪তম আয়েশা খাতুন(ঢাকা), ১৫তম সুমাইয়া (বাগেরহাট) ১৬তম জান্নাতি বিনতে হাই (বরিশাল), ১৭তম মোমেনা ইসলাম মায়া(ঢাকা),১৮তম এম এম সাইদ আব্দুল্লাহ (কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়), ১৯তম আলোহীন ধুসর পৃথীবি (যশোর), ২০তম তাইয়েবা আক্তার (বরিশাল),
২১তম মোসাদ্দেক বিল্লাহ নাইম(খুলনা),২২তম মারজানা মিলি (ঝিনাইদাহ),২৩তম মোঃ এনামুল হক, ২৪তম এস কে সৈয়ব আক্তার(খুলনা), ২৫তম জামিয়াতুল জান্নাত হালিমা (ময়মিনসিংহ),২৬তম রাহিমা খাতুন(খুলনা),২৭তম আব্দুল্লাহ খান(লক্ষ্মীপুর), ২৮তম খাদিজা ইয়াসমিন( খিলক্ষেত,ঢাকা),২৯তম মোসরেফা খাতুন (ইন্ডয়া), ৩০তম তৌহিদুল ইসলাম (ঢাকা) সান্তনা পুরষ্কাওে ভূষিত হোন ইনামুল হক নাবিল (লক্ষ্মপিুর), এম কে মিশু(চট্রগ্রাম), উম্মাতি মুহাম্মদী (ব্রাহ্মনবাড়িয়া),ডাঃ মনোয়ারা আজাদ(খুলনা), আব্দুর রাজ্জাক (ঢাকা)।
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর এ মহতী কাজের সাথে যারা জড়িত, যারা সহযোগিতা করেন ও সকল প্রতিযোগীদের তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সকল প্রতিযোগীদের কুরআন বুঝে পড়ার পাশাপশি কুরআনের আলোকে নিজেদের জীবনকেও গঠন করার আহবান জানান।
প্রধান অতিথি ব্যতিক্রমধর্মী কুরআন বুঝার এ আয়োজনকে সাধুবাদ জানান। তিনি বলেন ডিজিটাল যুগে কুরআন প্রচারের ডিজিটাল এ আয়োজন সত্যিই প্রসংসার দাবী রাখে। তিনি এর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
(28)