তিনি বলেন, এই নতুন বছরে আমাদের ফোর-জি চালুর পরিকল্পনা রয়েছে এবং এর জন্য প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দুই বছর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত বাজারের শীর্ষস্থানীয় অপারেটর গ্রামীণ কোডের ৯০০, ১৮০০ ও ২১০০ ব্যান্ডের মোট ৩২ মেগাহার্জ তরঙ্গ রয়েছে। অপরদিকে বাংলালিকের ২০ মেগাহার্জ, রবির ১৯.৮০ মেগাহার্জ ও এয়ারটেলের ২০ মেগাহার্জের তরঙ্গ রয়েছে। আর রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটকের রয়েছে ২৫.২০ মেগাহার্জ তরঙ্গ।
তারানা বলেন, নিলামের জন্য এয়ারওয়ে প্রস্তুত করা হচ্ছে’, কিন্তু বিক্রয়ের জন্য কোন্ প্রকার তরঙ্গ ব্যান্ড ছাড়া হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
তিনি বলেন, সকল অপারেটর এই নিলামে অংশগ্রহণের যোগ্য হবে। তিনি আরো বলেন, নিলামের আগে কেউ এই সার্ভিস চালুর কোন বিশেষ সুযোগ পাবে না, বরং সব অপারেটরকে সমান মর্যাদা দেয়া হবে। অবশ্য রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক নিলামের আগে পরীক্ষামূলকভাবে থ্রি-জি সার্ভিস চালুর সুযোগ পেয়েছিলো।
এদিকে ডাক ও টেলিযোগাযোগ সচিব ফাইজুর রহমান চৌধুরী বলেছেন, সকল অপারেটর যাতে সমানভাবে তরঙ্গ সংগ্রহ করতে পারে সে লক্ষ্যে তারা প্রতিযোগিতার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চায়। তিনি আরো বলেন, যেসব অপারেটরের অধিক তরঙ্গ রয়েছে তারা এই নিলামের প্রথম লটের জন্য উপযুক্ত হবে না।
(1)