পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা গড়ইখালীর বগুলারচক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ১১৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বি ৮ প্রার্থীর মধ্যে ৬২ করে ভোট পেয়ে রবিউল মিস্ত্রী, জাহাঙ্গীর আলম, খাদিজা বেগম, ৬০ ভোট পেয়ে জাহিদুর গাজী ও ৫৯ ভোট পেয়ে কামরুল মিস্ত্রী নির্বাচিত হন।
টিআর সদস্য হিসেবে সালমা বেগম এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দেবাশীষ ও রণজিৎ মন্ডল নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী।
(0)