পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার ঐতিহ্যবাহী গড়ইখালীর বগুলারচক একেপিকেএমএম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮জন সদস্যের মধ্যে ৫ জন সদস্য উপস্থিত হন।
উপস্থিত সদস্যদের মধ্যে অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিস্ত্রী সভাপতি হিসেবে আজমল হোসেন মোল্লা’র নাম প্রস্তাব করলে অভিভাবক সদস্য মোঃ কামরুল মিস্ত্রী, খাদিজা খাতুন, সালমা খাতুন ও শিক্ষক প্রতিনিধি দেবাশীষ কুমার বাছাড় একযোগে সমর্থন করেন। নির্বাচনে শিক্ষক প্রতিনিধি রণজিৎ কুমার মন্ডল অসুস্থ্যতার কারণে উপস্থিত থাকতে পারেননি।
এ সময় উপস্থিত ছিলেন, প্রিজাইডিং অফিসার ও একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, থানার এসআই মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সরদার, ইউপি সদস্য আব্বাস মোল্লা, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি জিএ গফুর, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।
(0)