জাতীয় চার নেতার পলাতক খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। এ কথা বলেছেন আওয়ামী লীগ নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সকালে রাজধানীর বনানী কবরস্থানে, জেলহত্যা দিবস উপলেক্ষ্যে জাতীয় চার নেতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। এদিকে জেলহত্যা দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রাজশাহী, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে জেলহত্যা দিবস।
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান তিনি। এরপর একে একে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা জানানো শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুকে যারা খুন করেছে তারাই জাতীয় ৪ নেতার হত্যাকারী। বিদেশে থাকা দোষীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি।
এরপর কেন্দ্রীয় কারাগারে জাদুঘর পরিদর্শন করেন আওয়ামী লীগ নেতারা। এ সময় তারা জাতীয় চার নেতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জেল হত্যা দিবসের নানা কর্মসূচি পালিত হয়েছে ঢাকার বাইরেও। রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় নেতাকর্মীরা। পরে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষ্যে নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া জেলহত্যা দিবস পালিত হয়েছে বরিশাল, কুমিল্লা, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জায়গায়।
(4)