প্রেস বিজ্ঞপ্তি; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহানগরীর ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা. দোয়া মাহফিল ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করেন।
দিবসটি উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার আছরবাদ মানিকতলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মমতাজ বেগম।
ওয়ার্ড মহিলা আ’লীগের সহ-সভাপতি নাহিদ সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুল রাজ্জাক, আ’লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. শাহাদাৎ হোসেন মিনা, মহানগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক প্যানেল মেয়র মো. মনিরুজ্জামান খান খোকন এবং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আবু জাফর হাওলাদার । আলোচনা সভা ও দোয়া মাহফিলে মহিলা আ’লীগ নেত্রী সাবিহা সুলতানা, আঞ্জুমান আরা, হনুফা বেগম, ফিরোজা বেগম, মাধুরী বিষ্ণু, কহিনুর বেগম, আন্না ঘোষ, বিনা বাড়ই, রুমা খাতুন, বাসন্তি পাল, শাহিদা বেগম, অঞ্জু রশীদ, বিথি বিশ্বাস, ইয়াসমিন আক্তার, তাসলিমা বেগম, সুফিয়া বেগম স্বপ্না, অলকা সরকার, শান্তি ঢালী, শিউলী বেগম, তাসলিমা, দিপ্তি রানি পাল, মুক্তিা মন্ডল, শামিমা আহম্মেদ টুলুসহ থানা ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। আলোচনা সভা ও দোয়া শেষে কেকে কেটে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উৎযাপন করেন।
(1)