পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে পাইকগাছা উপজেলা প্রশাসন এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে “জাতির পিতার সম্মান, রাখবো আমরা অম্লান” প্রতিপাদ্য বিষয়ের ওপর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার খান মোহাঃ আলমগীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।
(16)