পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পাইকগাছা উপজেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল ৯ টায় পৌর সদরের জিরোপয়েন্ট এলাকায় এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জিরোপয়েন্ট থেকে শিববাটী ব্রিজ হয়ে কাটাখালী সড়কের নজরুল ইসলামের ইট ভাটা পর্যন্ত ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে জিরোপয়েন্টে মঞ্চ করা হয়েছে। সড়কের নির্ধারিত এরিয়ার বিভিন্ন পয়েন্টে পানি পানের বুথ করা হয়েছে। কোন প্রতিযোগী যদি ম্যারাথন চলাকালীন সময়ে অসুস্থ্য হয়ে পড়ে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিম।
নির্দিষ্ট সড়কে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ ঘন্টার জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইউএনও খালিদ হোসেন জানিয়েছেন। আগ্রহী প্রতিযোগীদের বৃহস্পতিবার পর্যন্ত রেজিষ্ট্রেশন করতে দেখা যায়। বৃহস্পতিবার বিকালে ম্যারাথনের জন্য নির্ধারিত সড়ক ও মঞ্চ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ।
(9)