বছরের শেষ দিন বৃহস্পতিবারও প্রকৃতির রুষ্ট রূপ দেখল নেপাল। বৃহস্পতিবার সকালে মৃদু কম্পন অনুভূত হল মধ্য নেপালে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এদিন সকাল ৭টা ৪১মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৩। কম্পনের উৎসস্থল কাঠমান্ডুর ৭৫ কিলোমিটার উত্তর-পূর্বে সিন্ধুপালচক।
এদিনের কম্পনকে ‘আফটারশক’ বলে দাবি করেছে ন্যাশনাল সেসমোলজিক্যাল সেন্টার। তারা জানিয়েছে, গত ২৫ এপ্রিল নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত মোট ৪২২ বার ‘আফটারশক’ অনুভূত হয়েছে সে দেশে। প্রতিটি কম্পনের মাত্রাই রিখটার স্কেলে অন্তত ৪।
শেষ বার গত ২৭ ডিসেম্বর ৪.২ রিখটার স্কেলের ভূমিকম্প অনুভূত হয় নেপালের দোলাখা জেলায়। গত ২৫ এপ্রিলের ভূমিকম্পে নেপালে অন্তত ৯ হাজার মানুষ প্রাণ হারান, এখনো নিখোঁজ বহু।
(1)