২২ ডিসেম্বর। বছরের সবথেকে ছোট দিন আজ এবং ২১ ডিসেম্বর দিবাগত রাত ছিল সবচেয়ে বড় রাত।
বাংলাদেশসহ পৃথিবীর উত্তর গোলাব্ধে অবস্থিত দেশগুলোতে এসময় এমনটি ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
জানাগেছে, প্রতিবছরের ২১ ডিসেম্বর দিবাগত রাত সব থেকে বড় বা দৈর্ঘ্যতম রাত এবং ২২ ডিসেম্বর থাকে সবথেকে ছোট দিন। গতরাতের গড় দৈর্ঘ্য ছিল ১৩ ঘন্টা ২০ মিনিট এবং আজকের দিনের দৈর্ঘ্য হবে ১০ ঘন্টা ৪০ মিনিট।
যা ঘটে বছরে একবার। বাংলাদেশসহ পৃথিবীর উত্তর গোলাব্ধে অবস্থিত দেশগুলোতে এমনটি ঘটে। আবার আগামিকাল ২৩ ডিসেম্বর থেকে দিনের দৈর্ঘ্য একটু একটু করে বৃদ্ধি পেতে শুরু করবে এবং রাতের দৈর্ঘ্য হ্রাস পেতে থাকবে ধীরে ধীরে। এভাবে রাতের দৈর্ঘ্য হ্রাস এবং দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকবে ২১ জুন পর্যন্ত।
বেসরকারি আবহাওয়া অফিস টোনা নড়াইলের আবহাওয়াবিদ মোঃ পারভেজ আহমেদ পলাশ জানান, আজ বাংলাদেশ থেকে সূর্যকে সবচেয়ে দক্ষিণে দেখা যাবে। সূর্যের স্থায়ীত্ব আকাশে হবে গড়ে ১০ ঘন্টা ৪০ মিনিট। বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে কর্কটক্লান্তি রেখা বয়ে গেছে। আজ সেখান থেকে সূর্যের সর্বোচ্চ অবস্থান হবে ৪৭ ডিগ্রী দক্ষিণে।
(2)