উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন খান শনিবার বিকেলে বটিয়াঘাটা বাজারে ভ্রাম্যমান আদালত চালিয়ে সাংবাদিক আব্দুল আজিজকে পরিকল্পিত ভাবে ১ বছর কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন। আব্দুল আজিজের বিরুদ্ধে হাটবাড়ী এলাকার জসিম সেখকে দিয়ে একটি সরকারী খাল লীজের মাধ্যমে ২ হাজার টাকা গ্রহণের অভিযোগ করান হয়। ইউএনও আজিজকে হাজির হবার জন্য নোটিশ প্রদান করেন। আজিজ সময় চেয়ে আবেদন করলে তাকে ভ্রাম্যমান আদালত বলে আটক করেন। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, আজিজ বিকেলে বাজার করতে গেলে ইউএনও পুলিশ নিয়ে তাকে ঘেরাও করেন। এসময় আজিজ পালাতে চেষ্টা করলে ইউএনও তার নিকট থাকা পিস্তল দিয়ে গুলি করার হুমকী দেন। এসময় উপায় না দেখে আজিজ দাঁড়িয়ে গেলে তাকে আটক করা হয়। আজিজ খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত কর্মচারী। পূর্বেও আজিজের বিরুদ্ধে ভূমি আফিসের মাধ্যমে একটি মামলা করা হয়। ইউএনও ভ্রাম্যমান আদালতে এর পূর্বে সাংবাদিক শাহীন বিশ্বাসকে ১৩ মাস জেল দেন। এ নিয়ে বটিয়াঘাটার ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, ১ জনকে জরিমানা ও ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
-রিংটন মন্ডল, বটিয়াঘাটা, খুলনা
(5)