বটিয়াঘাটা বাজার চত্তরে প্রবীন আ’লীগনেতা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম খান। সম্পাদক দীলিপ হালদারের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগনেতা প্রদীপ বিশ্বাস, ওবায়দুল হক, জাকির হোসেন লিটু, মোক্তার হোসেন, মিজানুর রহমান বাবু, মিলন গোলদার, এসএম ফরিদ রানা, অরিন্দম গোলদার, রেহানা আফরোজ শোভা, মিনারা বেগম, মিরাজুল তরফদার, হুমাউন কবির, মনিরুজ্জামান, অসীম মন্ডল, তরিকুল ইসলাম, ইন্দ্রজিত টিকাদার, আমিনুল ইসলাম, মাসুদ রানা, সোলায়মান শেখ প্রমুখ। এসময় বক্তারা ছাত্রদলের ক্যাডার রাজাকার ইএনও বিল্লাল হোসেন খানকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবী সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
উলেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ইউএনও বিল্লাল হোসেনের নির্দেশে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন আওয়ামীলীগ নেতাদের ছবি সম্বলিত প্যান্যা ফেষ্টুন ভাংচুর করে ডাষ্টবিনে ফেলার অভিযোগে এলাবাসী ইউএনও’র বিরুদ্ধে এই কর্মসূচী হাতে নেয়। সমাবেশ শেষে ইউএও’র কুশপুত্তলিকা দাহ ও মহিলাদের ঝাড়ু মিছিল বের হয়।
//রিংটন মন্ডল, বটিয়াঘাটা, খুলনা
(6)