জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেল্লাল হোসেন সহ ৪ জনের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি ও প্রতিকৃতি সংরক্ষন আইন ২০০১ এর ৫ ধারায় মামলা করেছে উপজেলা ছাত্রলীগের সভাপতি অরিন্দম গোলদার। আজ খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে (ঘ অঞ্চল) হাদী উজ জামান এর আদালতে এ মামলা দায়ের করা হয়। বাদি পক্ষের আইনজীবী সুজিত অধিকারী ও মঞ্জুরুর রহমান লিটিল আদালতে এ অভিযোগটি দায়ের করেন। আদালতের বিচারক হাদিউজ্জামান শুনানী শেষে অভিযোগটি বিচারের জন্য আমলে নিয়েছেন।
মামলার বিবরনে জানাযায়, গত ১৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিভিন্ন জায়গায় সাটনো জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ স্থানীয় শীর্ষ নেতাদের ছবি সম্বলিত পোষ্টার, ব্যানার, প্যানা খুলে টয়লেটের সেফটি ট্যাংকিতে ও ডাস্টবিনে ফেলে দেন।