১০ ডিসেম্বর সকাল ১০টায় বানরীপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরার সভাপতিত্বে নারীর অংশগ্রহণ ও সেবার উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রিপন কুমার সাহা।
সভায় আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব দিপীকা সেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব পার্থ সারথি দেউড়ি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মেহেদী হাসান।
সভায় উপস্থিত ছিলেন রূপান্তর অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু ও উপজেলা সমন্বয়কারী বিলকিস খানম। সভায় বক্তারা বলেন সিটিজেন চার্টার এর মাধ্যমে সেবার সুযোগ-সুবিধা জনসম্মুখে প্রদর্শন করতে হবে, সেবা প্রদানের সময় ও স্থান জনগণকে বিশেষ করে নারীদের অবহিত করতে হবে। প্রতিমাসে কমিটির সদস্যদের সাথে সেবা প্রদানের অগ্রগতি এবং সমস্যা সমূহ তুলে ধরতে হবে।
সকল তথ্য জনসভার মাধ্যমে জনগণের নিকট তুলে ধরা, প্রতিটি প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে রাখা, বিলবোর্ডের মাধ্যমে প্রকল্পের তথ্য (বাজেট সহ) প্রদর্শন করা, দরিদ্র, প্রতিবন্ধী ও নারীদের সেবা প্রদানের প্রতি সংবেদনশীল থেকে তাদের সেবার সুযোগ-সুবিধা জনসম্মুখে প্রকাশ করা। মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন হেলেনা বেগম, সন্ধ্যারানী মিস্ত্রি, জাকিয়া বেগম, মেরিনা পারভীন, শান্তি রানী, তাসলিমা পারভীন।
(3)