বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে একাডেমিক কাউন্সিলের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।
একই সাথে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা চাওয়া হয়। গত রাতে কলেজ অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। আহত হন, পুলিশ সদস্যসহ ৩ জন।
(0)