নুসরাত অভিনীত প্রথম ছবি আশিকী। করবানি ঈদে মুক্তি পাবে ছবিটি। কিন্তু তার আগেই এই অভিনেত্রী চুক্তিবদ্ধ হলেন বলিউডের ছবিতে। এটি পরিচালনা করবেন বলিউডের পরিচালক বিষ্ণু দত্ত।
আশিকী ছবির শুটিং চলাকালিন সময়েই তিনি চুক্তিবদ্ধ হন গাওয়া: দ্য উইটনেস নামের ছবিতে।
ছবিতে নুসরাতের বিরপীতে অভিনয় করবেন বলিউডের অভিনেতা ইমরান হাশমি। আরও আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, কলকাতার অভিনেত্রী পায়েল। চলতি বছরেই কলকাতা ও পুনেতে হবে ছবির শুটিং।
নুসরাত ফারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় ছবিটি হতে যাচ্ছে বলিউডে। স্বাভাবিক ভাবেই অনেক উচ্ছসিত এই অভিনেত্রী। আর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি প্রকাশ করেছে মঙ্গলবার অর্থাৎ নুসরাতের জন্মদিনে।
(3)