স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ‘ভারতের সাথে আমাদের সম্পর্ক অর্থনৈতিক, রাজনৈতিক বা কূটনৈতিক নয়। রক্তের বন্ধনে আবদ্ধ আমাদের বন্ধুত্ব। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। এ সম্পর্ক নষ্ট হবার নয়। বিশ্বের অধিকাংশ দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি। কিন্তু ভারতের আপামর জনগণ বিশ্ব মোড়লদের চোখরাঙানিতে ভীত হয়নি। বাংলাদেশিরা এটা আজীবন স্মরণ রাখবে।’
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
দেশের চারটি স্থানে এ প্রদর্শনী হবে। খুলনা বিভাগের প্রদর্শনীটি যশোরে অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে দেশের প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পীদের আঁকা বঙ্গবন্ধুর ৩০টি চিত্র স্থান পেয়েছে। আগামী রোববার এ চিত্র প্রদর্শনী শেষ হবে।
ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার রাজেশ রায়নার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকালাদার রেন্টু, যশোর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ জ্ঞান প্রকাশনন্দ মহারাজ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
(3)