বাংলাদেশে আইএস জঙ্গিদের কোন অস্তিত্ব নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জঙ্গি তৎপরতার ব্যাপারে গোয়েন্দা বাহিনী সতর্ক।
জাতিসংঘের ৭০ তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও নানা অর্জন নিয়ে গণভবনে এই সংবাদ সম্মেলন।
তবে সব কিছু ছাপিয়ে উঠে আসে দুই বিদেশী নাগরিক হত্যার ঘটনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এমন ঘটনা অন্যান্য দেশেও ঘটছে।
প্রধানমন্ত্রী বলেন, এসব ঘটনায় সরকারের সব অর্জন বিলীন হয়ে এমনটি ভাবা ঠিক হবে না। অতীতেও খুনীদের বিচার হয়েছে এবং এবারো কেউ পার পাবে না।
এই দুই ঘটনায় আমাদের সব অর্জন শেষ হয়ে যাবে এমন মানসিকতা পোষন করা যাবেনা… ধরা পড়বে বিচার
বিদেশী নাগরিক হত্যার দায় শিকার করে জঙ্গী সংগঠন টুইট বার্তা দিলেও প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বললেন, তাদের কোনো অস্তিত্ব এদেশে নেই।
তদন্তে প্রমাণিত না হওয়া পর্যন্ত কোন টুইট বার্তা দেখে, কোন সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা আছে এমনটি বলা যাবে না। এখানে হত্যাকান্ড হয়েছে আর যুক্তরাষ্টের শিকাগো থেকে টুইট বার্তা আসে এর যোগসূত্র বের করতে হবে।
যুক্তরাষ্ট্র সফরের সময় বিভিন্ন বৈঠকে বিশ্ব নেতারা বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে কোনো কথা বলেছে কিনা জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেন, দেশের বাইরে নির্বাচন ও সরকার নিয়ে কোন সংকট নেই, এটি এদেশের কিছু মানুষের মনের সংকট।
বিদেশে যদি এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে ওবামা আমাকে চিঠি লিখে দাওয়াত দিতো না, আর কেউ এ বিষয়ে কেউ প্রশ্ন করেন না।
বেতন কাঠামো নিয়ে শিক্ষকদের আন্দোলনের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।
যতো ষড়যন্ত্রই হোক দেশ এগিয়ে যাবেই বলে আবারো প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণকে সচেতন থাকতে হবে।
(0)